বিহারে নীতীশ, অন্ধ্রে জগন্মোহন রেড্ডি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত কিশোরের হাত ধরেছেন এঁরা সকলেই। এবার পালা দ্রাবিড় মুনেত্রা কাজাঘম (ডিএমকে)-এর! সূত্রের খবর, প্রশান্ত কিশোরের সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আই প্যাক)-এর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত তাদের। তামিলনাড়ুতে ভিকিরাভান্ডি এবং নানগুনেরি কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে লড়েও জয় আসেনি ডিএমকে-র। দুটিতেই জিতেছে এডিএমকে। ২০২১ সালে তামিলনাড়ু বিধানসভার ভোট। তাই আগে থেকেই জমি তৈরি করতে চায় ডিএমকে। তামিলনাড়ুতে এই প্রথম ভোট হবে জয়ললিতা এবং করুণানিধির অনুপস্থিতিতে। দক্ষিণি সুপারস্টার কমল হাসন নিজের দল গড়েছেন মাক্কাল নিধি মাইয়াম (এমএনএম)। আরেক সুপারস্টার রজনীকান্তও দল ঘোষণা করতে চলেছেন। হাত মেলাতে পারেন দুই সুপারস্টার। ত্রিমুখী ভোটে ভাগাভাগির অঙ্কের আশঙ্কা থেকেই পিকে-র সঙ্গে চুক্তি করতে পারেন এম কে স্ট্যালিন। বর্তমানে কমল হাসনের দলের সঙ্গে কাজ করছেন প্রশান্ত কিশোর। চুক্তি ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত। সেই চুক্তি বাড়বে না। তাই মেয়াদ শেষ হলেই আইপ্যাক-ডিএমকে চুক্তি চূড়ান্ত হতে পারে।