কলকাতাঃ করোনা সংক্রামিত হয়ে রাজ্যে প্রথম মৃত্যু হয় দমদমের বাসিন্দার। পরিবারের সদস্যরা দেহ নিতে অস্বীকার করায় দেহ সৎকারের ব্যবস্থা করে খোদ পুলিশ। কিন্তু দেহ নিয়ে নিমতলা ঘাট শ্মশানে পৌঁছলে বাধে বচসা। স্থানীয় বাসিন্দারা করোনা আক্রান্ত রোগীর সৎকারে বাধা দেয়। পুলিশের সঙ্গে দীর্ঘ বাক-বিতণ্ডা শেষে গভীর রাতে দেহ সৎকার করে পুলিশ। এই ঘটনার আর পুনরাবৃত্তি চায় না প্রশাসন। তাই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, করোনা সংক্রমণে কারও মৃত্যু হলে সৎকারের জন্য ধাপার মাঠ এবং কবর দেওয়ার জন্য বাগমারির কাছে একটি জায়গা খোঁজা হয়েছে। সেই দুটি জায়গাতেই হবে শেষকৃত্য এবং কবর দেওয়া। এমনকি এই কাজের জন্য যারা নিযুক্ত হবেন, তাঁরা বিশেষ পোশাকেই সব কাজ সম্পন্ন করবেন।