করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর সুযোগ দিন দিনে সংকীর্ণ হয়ে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ডা. টেডরস আধানম গেব্রেয়াসাস। কোভিড-১৯ নামক ভাইরাসটিতে আক্রান্তদের সঠিক সংখ্যা নিয়ে চীনের সঙ্গে যোগসূত্র নিশ্চিত হতে না পারার উদ্বেগ দিয়ে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। ডা. টেডরস বলেন, ভাইরাসটিকে ঠেকানোর মতো সুযোগ সীমিত বা সংকীর্ণ হয়ে আসছে। চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও সংক্রমণের ধরণ উদ্বেগজনক। চীনসহ অন্যান্য দেশ যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে এ রোগের প্রাদুর্ভাব ঠেকানোর এখনো সুযোগ রয়েছে। সম্ভাব্য মহামারি ঠেকাতে সব দেশকে আরও বেশি প্রস্তুত থাকতে হবে। যেসব দেশ স্বাস্থ্য ব্যবস্থাপনায় দুর্বল, সেখানে এ রোগের বিস্তার নিয়ে তারা উদ্বেগে রয়েছেন। তিনি আরও বলেন, যে সব সংক্রমণের ক্ষেত্রে প্রাদুর্ভাবের সাথে কোন যোগসূত্র পাওয়া যাচ্ছে না অর্থাৎ প্রাদুর্ভাবের শিকার এলাকায় ভ্রমণ করার কোন উল্লেখ নেই অথবা আগে কোন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসারও কোন উল্লেখ পাওয়া যাচ্ছে না সেসব সংক্রমণ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। পরে নতুন করে যাতে প্রাদুর্ভাব শুরু না হয়, এবং তা ঠেকাতে দেশগুলোকে আরো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেডরস আধানম গেব্রেয়াসাস।