কলকাতা

করোনা: রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে হাইকোর্টে সিপিএম

করোনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করলেন সিপিএম নেতা তথা চিকিত্‍সক ফুয়াদ হালিম। বুধবার সেই মামলার শুনানির পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন। আগামী ১৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত হাসিম আবদুল হালিমের পুত্র ফুয়াদ বলেন, ‘রাজ্য সরকারকে প্রতিপক্ষ মনে করে এই মামলা করা হয়নি। সারা দেশে জনস্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা মামলা করছেন। এটা সরকারকে সহযোগিতা করতেই করা হচ্ছে।’ তাঁর কথায়, ‘সমস্ত ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা বিনামূল্যে করতে হবে বলে দেশের সরকারকে নির্দেশ দিয়েছে। এটাও এই রকম একটি মামলারই সুফল।’ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলার শুনানি হয়। ফুয়াদের হয়ে সওয়াল করেন আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভার সদ্য নির্বাচিত সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।