বিদেশ

কাতালান নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনায় বিক্ষোভ

সরকারের হাতে আটক স্বাধীনতাকামী নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনায় আন্দোলন করেছে অন্তত সাড়ে ৩ লক্ষ মানুষ। শান্তিপূর্ণ এ পদযাত্রায় অংশ নিয়ে মানুষ কাতালান নেতাদের মুক্তির পাশাপাশি কাতালোনিয়ার স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানিয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে কাতালান সরকার স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করে। গত ১৪ অক্টোবর গণভোটে নেতৃত্বদানকারী শীর্ষ ৯ নেতাকে ৯-১৩ বছর মেয়াদে কারাদণ্ড দেয় স্পেনের সুপ্রিম কোর্ট। এ রায় ঘোষণার পর রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে কাতালানরা।