বিদেশ

কাবুলের গুরুদুয়ারায় বন্দুকবাজের হামলায় মত্যুর সংখ্যা বেড়ে ২৫

বুধবার কাবুলের পুরনো শহরের শোর বাজারে অবস্থিত এ গুরুদুয়ারায় এক বন্দুকধারী হামলায় মত্যুর সংখ্যা বেড়ে ২৫। প্রায় ৬ ঘণ্টার চেষ্টার পর বন্দুকধারীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। সেই সময় নিরাপত্তা বাহিনী ৮০ প্রার্থনাকারীকে উদ্ধার করেছে।