কলকাতা

কৃষ্ণা বসুকে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী । শ্রদ্ধাজ্ঞাপন শেষে কৃষ্ণা বসুর দুই ছেলে সুগত ও সুমন্তকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । কৃষ্ণা বসু ও শিশির বসুর স্মৃতিচারণা করতে করতে সুগত ও সুমন্ত-র পিতৃ-মাতৃভক্তি নিয়ে মন্তব্য করেন তিনি । পাশাপাশি জানান, নেতাজি ভবনের যাবতীয় দায়িত্ব এখন থেকে তাঁদেরই । বেশ কয়েকদিন ধরে হৃদরোগে ভুগছিলেন যাদবপুরের প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু । ভরতি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে । গতকাল রাতে ক্রমশ তাঁর অবস্থার অবনতি হয় । আজ সকাল ১০টা ২০ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”হঠাৎ করেই কৃষ্ণা দি অসুস্থ হয়ে পড়েন । এই ২৬ ডিসেম্বর ওঁর সঙ্গে আমার দেখা হয়েছে । আমরা প্রতি বছর এই দিন কেক কাটতাম । কৃষ্ণা দিও আমাদের ভালোবাসতেন । আমরাও কৃষ্ণা দিকে ভালোবাসতাম । শিশির দা চলে যাওয়ার আগে এবং পরে বসু পরিবারের যে ঐতিহ্য, ইতিহাস সবটাই ধরে রেখেছিলেন উনি। উনি চলে যাওয়াতে নেতাজি ভবন থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্রের বসুর শেষ অধ্যায় দেখাশোনা এবার নিশ্চয়ই সুগত ও সুমন্ত দেখবে । তারা তো মা’কে হারিয়েছে, আমরা হারালাম আমাদের অভিভাবককে । বাংলার শিক্ষা জগতের একটা বড়া অধ্যায় শেষ হল । কৃষ্ণা দি নিজেও সাংসদ ছিলেন তিনবারের । এছাড়াও অনেক সমাজ সেবামূলক কাজ তিনি করতেন । সঙ্গে নেতাজি ভবনের দেখাশোনাও করতেন । তার চলে যাওয়াটা একটা বড় শূন্যস্থান । কিন্তু কিছু করার নেই । এটাই বাস্তব যে অনেক কিছু না চাইলেও মেনে নিতে হয় । এটাই জীবন । কখনও কখনও জীবন স্তব্ধ হয়ে যায় । আপনারা তখন বাকরুদ্ধ হয়ে যান । তিনি নিজে খুব অ্যাকটিভ ছিলেন ।”

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/637782010369696/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/129784895064204/