নয়াদিল্লিঃ লকডাউনের জেরে চরম মন্দার আবহে মোদি সরকার কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ডিএ বৃদ্ধি দেড় বছরের জন্য স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকী যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন নতুন করে ডিএ ঘোষণা করা হলেও, বকেয়া পাওয়া যাবে না। গত মাসে ঘোষিত ৪ শতাংশ বর্ধিত ডিএ (জানুয়ারি ২০২০ থেকে প্রযোজ্য) আপাতত স্থগিত। পাশাপাশি, ২০২০ সালের জুলাই মাসে এবং ২০২১ সালের জানুয়ারিতে আরও দুই দফায় যে ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় কর্মীদের প্রাপ্য হবে, সেটাও প্রদান করা হবে না বলে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। সুতরাং সব মিলিয়ে দেড় বছরের জন্য ডিএ বৃদ্ধি স্থগিত থাকছে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং ৬২ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীর। পরিস্থিতি যদি স্বাভাবিক হয় এবং সরকার আবার রাজস্ব আদায়ের মধ্যে ফেরে, তখন ২০২১ সালের জুলাই মাসে পুনরায় ডিএ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিমার্জিত হারে সেই ডিএ বৃদ্ধি করা হবে। তবে সে বিষয়েও কোনও নিশ্চয়তা দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। সুতরাং আপাতত আগামী দেড় বছর মূল বেতনের ১৭ শতাংশ হারেই ডিএ পাবে কেন্দ্রীয় কর্মীরা। যা মার্চ মাসে ৪ শতাংশ বৃদ্ধি করে ২১ শতাংশ করা হয়েছিল, তা আর আপাতত মিলবে না। এভাবে তিন দফার ডিএ বৃদ্ধি স্থগিত করে দেওয়ার ফলে চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকারের ৩৭৫৩০ কোটি টাকা রাজস্ব সাশ্রয় হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক মনে করছে, যদি রাজ্যগুলিও এই একই সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে আরও ৮৫ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। সেক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা বাঁচানো যাবে।
ফাইল চিত্র।