দেশ

কেন্দ্রের আবেদনে সাড়া, রাজ্যে সমস্ত জুটমিল খুলছে, কাজ করবেন ১৫ শতাংশ শ্রমিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

লকডাউনের মধ্যে বাংলায় চটকলগুলি চালু করার জন্য এপ্রিল মাসে রাজ্যকে চিঠি পাঠাচ্ছিল কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক। বুধবার সকালে দিল্লি থেকে তৃতীয় চিঠিটি আসে নবান্নে। তারপর বিকেলের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২০ তারিখ থেকে রাজ্যের সমস্ত জুট মিলে উত্‍পাদন শুরু হবে। তবে লকডাউনের নিয়ম মেনে কাজ হবে জুটমিলগুলিতে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘কেন্দ্র আমাদের চিঠি পাঠিয়ে নির্দিষ্ট ১৮টি জুটমিল খোলার কথা বলেছিল। কিন্তু আমরা ডিসক্রিমিনেট করতে পারি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৫ শতাংশ শ্রমিক-কর্মী নিয়ে, লকডাউনের নিয়ম মেনে রাজ্যের সমস্ত জুটমিলগুলি চালু করা হবে।’ যেহেতু রাজ্যের সব জুটমিলই ঘিঞ্জি এলাকায় অবস্থিত তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সমস্ত কর্মীর মেডিক্যাল চেকআপ হবে নিয়মিত।