ভিডিও বার্তায় শান্তি রক্ষার আবেদন মুখ্যমন্ত্রীর
বিক্ষোভকারীদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, “গণতান্ত্রিক পথে আন্দোলন করুন। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” রাজ্য পুলিসের তরফেও টুইট করা হয়েছে মুখ্যমন্ত্রীর বার্তা।