জেলা

চাকা ফেটে যাত্রীবাহী বাস উলটে আহত ৩০

রায়গঞ্জ: চাকা ফেটে যাত্রীবাহী চলন্ত বাস উলটে পড়ল রাস্তার পাশে নয়নজুলিতে। তার জেরেই জখম হলেন বাসের মধ্যে থাকা বেশ কয়েকজন যাত্রী। বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা এলাকার ঘটনা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে একটি যাত্রীবাহী বাস শিলিগুড়ির দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে যাওয়ার সময় ওই ধানতলা এলাকায় হঠাৎই চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। উলটে পড়ে রাস্তার পাশে খাদে। মুহূর্তের মধ্যে বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক।জখম হন বাসের মধ্যে থাকা প্রায় ৩০ জন যাত্রী। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ ও দমকলবাহিনী।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, মাত্র দুদিন আগেই পূর্ব মেদিনীপুরের দিঘা রুটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন বেশ কয়েক জন যাত্রী। ওই সময় ওই ঘটনার জন্য দ্রুত গতির দিকেই অভিযোগের আঙ্গুল তোলেন এলাকাবাসী। এদিনের ঘটনায় ওই একই অভিযোগ তোলেন স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্থ বাসের চালক পলাতক বলে জানা গিয়েছে।