দেশ

চিন থেকে আগামী ৩ দিনের মধ্যে আরও ২২০ টন মেডিক্যাল সামগ্রী আনবে ভারত

আগেই করোনা সংক্রমণ মোকাবিলায় চিন থেকে টেস্ট কিট, পিপিই পাঠানো হয়েছিল ভারতে। এয়ার ইন্ডিয়া চিন-ভারত এয়ারোব্রিজের মাধ্যমে এমাসে এখনও পর্যন্ত প্রায় ৩০০টন প্রয়োজনীয় মেডিকেল সামগ্রী আনা হয়েছে। এবার পরিকল্পনা করা হয়েছে যে স্পাইসজেট ও ব্লু ডার্টের সাথে এয়ার ইন্ডিয়া আগামী ৩ দিনের মধ্যে আরও ২২০ টন মেডিক্যাল সামগ্রী পণ্যবাহী বিমানে আনবে। বুধবার একটি টুইট বার্তায় এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। এই সাহায্য ভারত ও চিন দু’দেশের সম্পর্ক আরো মজবুত করবে।