শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর নতুন মন্ত্রীরা। কিন্তু তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দুঃসংবাদ ভারতের অর্থনীতির জন্য। চীনের তুলনায় পিছিয়ে গেল ভারতের জিডিপি হার। ২০১৮–১৯ আর্থিক বছরের শেষ ত্রৈমাসিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে ভারতের জিডিপি বৃদ্ধি পেয়েছে মাত্র ৫.৮ শতাংশ। যা কিনা গত দু’বছরে সবচেয়ে কম। ২০১৭ সালের এপ্রিল–জুনের পরে এত কম বৃদ্ধি এর আগে হয়নি। এমনকি অর্থনীতিবিদরা যা আন্দাজ করেছিলেন তার থেকেও খারাপ এই ফল।