জেলা

ছটপুজোর কারণে দুর্গা প্রতিমা বিসর্জনে বাধা, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

খড়গপুর: ছটপুজোর জন্য পরিষ্কার রাখতে হবে পুকুর। আর সেই কারণে দুর্গা প্রতিমা নিরঞ্জনে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে খড়গপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নিমপুরা এলাকায়। অভিযুক্ত ওই কাউন্সিলরের নাম সরিতা ঝা। তাঁর বিরুদ্ধে দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছট পুজোর কারণে।নিমপুরায় একটি পুকুর সংস্কার করেছে পুরসভা। প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে পুকুরের সংস্কারের কাজ হয়েছে এবং পুকুর সংলগ্ন এলাকায় একটি পার্ক করা হয়েছে। ওই একাকারই নিমপুরা দেওয়ানমারি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে পাড়ার পুকুরে প্রতিমা বিসর্জনের জন্য আবেদন করা হয় কাউন্সিলরের কাছে।পুজোর জন্য আগাম অনুমতি নিতে হয় প্রশাসনের কাছে। সেই সময়েই স্থির হয় বিসর্জনের স্থান। সেই অনুমতি অনুসারে ওই পুজো কমিটির বিসর্জন দেওয়ার কথা মালঞ্চ এলাকার একটি পুকুরে। তবুও পাড়ার কাউন্সিলরের কাছে অনুরোধ করা হয় পাড়ার পুকুরেই যাতে বিসর্জনের ব্যবস্থা করে দেন।এরপরেই শুরু হয় জটিলতা। অনুমতি বা সাহায্য করা দূরের কথা। ওই পুকুরে বিসর্জন দেওয়ার অনুমতি দেওয়া দূরের কথা। কাউন্সিলর সরিতা ঝা স্পষ্ট জানিয়ে দেন যে সামনে ছট পুজো রয়েছে। দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হলে পুকুর নোংরা হবে। পুকুরের জল দূষিত হলে ছট পুজোর সময়ে ভক্তদের সমস্যা দেখা দেবে। এমনই জানিয়েছেন ওই পুজো কমিটির সম্পাদক সুব্রত দে।খুব স্বাভাবিকভাবেই বিষয়টি ভালোভাবে নেয়নি নিমপুরা দেওয়ানমারি দুর্গাপুজো কমিটি। বাংলার মাটিতে ছটপুজোর জন্য দুর্গা পুজো পরিচালনায় বাধা দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।