কলকাতা

ছট পুজো মিটতেই, রবীন্দ্র সরোবরে ভেসে উঠল মরা মাছ ও কচ্ছপ

কলকাতাঃ পরিবেশ আদালতের কড়া নির্দেশ অমান্য করেই রবীন্দ্র সরোবরে অবাধে চলল ছটপুজো। আর এরফলে যে কী পরিমান ক্ষতি হয়েছে সরোবরের জলের সোমবার সকালেই তার প্রমান মিলল। এদিন সকালেই প্রাত:ভ্রমণকারীরা দেখতে পান লেকের জনে মরা মাছ ভেসে উঠেছে। পাশাপাশি একটি মরা কচ্ছপও ভেসে উঠেছে লেকের জলে। এরপরই পরিবেশপ্রেমীরা ছুটে যান রবীন্দ্র সরোবরে। খতিয়ে দেখেন পুরো লেক। তখনই দেখা যায় লেকের জলে ভাসছে তেল ও পুজোর নানান উপাচার। যারফলে লেকের জল মারাত্মক দূষিত হয়েই এই বিপত্তি বলে মনে করছেন পরিবেশবিদরা। উল্লেখ্য শনিবার ও রবিবার অবাধে রবীন্দ্র সরোবরে ছটপুজো করেছেন কয়েক হাজার পূণ্যার্থী। যদিও রাজ্য সরকার বিকল্প জলাশয়ের ব্যবস্থা করেছিল কলকাতা জুড়েই। তবুও রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে ঢুকে পড়েন পূণ্যার্থীরা। পুলিশ ছিল নিরব দর্শক।