দেশ

জরুরি অবস্থার মতো ধরপাকড় করছে পুলিশ, অভিনেতা-শিল্পী সহ চেন্নাইয়ে আটক ৬০০ এবং উত্তরপ্রদেশে ৩০০০ আন্দোলনকারী

সংশোধিত নাগরিক আইনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ। কেন্দ্রের বিভাজন নীতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ, পড়ুয়ারা। পাশে দাঁড়াচ্ছেন শিল্পী, লেখক সহ বিদ্বজনেরা। গত ১৯ ডিসেম্বরও দেশ জুড়ে বিক্ষোভের ছবি সামনে এসেছে। শুক্রবারও এমনই ছবি সামনে এল চেন্নাই থেকে। পরিস্থিতি সামাল দিতে, বিক্ষোভে বাধা দিতে জোর ধরপাকড় শুরু করেছেন পুলিশ। চেন্নাইয়ের ভাল্লুভারকোট্টামের প্রতিবাদ মঞ্চ থেকে ৬০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে ‘‌রং দে বসন্তি’ ছবির অভিনেতা সিদ্ধার্থ, সঙ্গীতকার টিএম কৃষ্ণ, লোকসভার সাংসদ থোর থিরুমাভালাভান সহ বহু মানুষকে। সম্প্রতি কেন্দ্রের সংশোধিত নাগরিকত্ব আইন এবং দেশজুড়ে এনআরসির বিরুদ্ধে এই প্রতিবাদ মঞ্চের ডাক দেওয়া হয়েছিল। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ১৪৩ ধারা ও অনুচ্ছেদ ৪১ ক্লাস ৬–এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। জানিয়েছেন ‌এক পুলিশ আধিকারিক। সংবিধানের ১৪৩ ধারা অনুযায়ী, কোনও বেআইনি জমায়েতে অংশগ্রহণ করলে ছ’‌মাসের জেল হতে পারে। এমনকি জরিমানাও হতে পারে। কোনওভাবেই বিক্ষোভ আটকাতে পারছে না পুলিশ। দু’‌দিন আগেই প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করেছিল বেঙ্গালুরু পুলিশ। উত্তরপ্রদেশেও প্রায় ৩০০০ জনের কাছাকাছি বিক্ষোভকারীকে আটক করা খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে। উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে প্রাণ হারান প্রায় ১১ জন আন্দোলনকারী।