জেলা

জলদাপাড়ায় গণ্ডারের মৃতদেহ, চোরাশিকারি ধরতে তল্লাশি

জাতীয় উদ্যানে খুন গণ্ডার। উত্তরবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্যে একটি গণ্ডারকে খুনের ঘটনায় চোরাশিকারিদেরই দায়ী করছে বনদপ্তর। বুধবার গভীর রাতে জলদাপাড়া অভয়ারণ্যের ফিফটি ফোর বিট এলাকায় গণ্ডারটিকে গুলি করে খুন করা হয়েছে বলে অনুমান। তার খড়গ কাটা ছিল বলে জানা গিয়েছে বনদপ্তর সূত্রে। ইতিমধ্যেই এই ঘটনায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আজ সকালে রুটিন টহলদারির সময় জলদাপাড়া জাতীয় উদ্যানে গিয়ে জঙ্গলের কোর এলাকায় একটি পূর্ণবয়স্ক গণ্ডারের মৃতদেহ পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। গণ্ডারটির খড়গ কাটা ছিল। শরীরে গুলির ক্ষতও দেখা যায়। খবর পৌঁছয় আধিকারিকদের কাছে। তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানেই গণ্ডারের মৃতদেহের ময়নাতদন্ত শুরু হয়। চোরাশিকারি ধরতে তল্লাশি শুরু করেছে বনকর্মীরা। ফাইল চিত্র।