কলকাতা

টালা ব্রিজ নিয়ে এখনও বিশেষজ্ঞদের পর্যালোচনা তুঙ্গে

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ টালা ব্রিজ ভাঙা হবে কি না সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে বিশেষজ্ঞদের সুপারিশ অনুযায়ী রাজ‍্য সরকার সে পথেই যে হাঁটছে তা পরিষ্কার। পূর্ত দফতর বিজ্ঞপ্তি জারি করে দরপত্র আহ্বান করেছে। উল্লেখ্য টালা ব্রিজ সংলগ্ন প্রায় সাড়ে ১২ হাজার স্কোয়ার মিটার এলাকা জুড়ে মাটির নিচের ম‍্যাপিং করা হবে। ভূগর্ভস্থ পয়ঃপ্রণালী, গ‍্যাস বা বিদ্যুৎ এর পাইপলাইন ইত‍্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ম‍্যাপিং করে সাত দিনের মধ‍্যে প্রথম পর্যায়ের রিপোর্ট দিতে হবে। প্রথম পর্যায়ের কাজের জন‍্য ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে টালা ব্রিজ বন্ধের কারণে ক্রমশ ভার বাড়ছে বেলগাছিয়া সেতুর উপরে। তাই সজাগ প্রশাসন। সেতু-পথে পুরু হয়ে লেগে থাকা পিচের আস্তরণ তুলতে গিয়ে কম্পনের কারণে যাতে নতুন করে তার স্বাস্থ্যের ক্ষতি না হয় তাও লক্ষ রাখা হবে বলে জানা গিয়েছে।