কলকাতা: আবার প্রতিক্ষার এক বছর। চোখের জলে মন খারাপ করে আপামর বাঙালি বিদায় জানাচ্ছে উমাকে। এই বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতে বাঙালির সিঁদুর খেলার ঐতিহ্য বহুদিনের। যদিও পুরাণ কিংবা দুর্গাপুজোর আচারে কোথাও এই সিঁদুর খেলার নিয়ম নেই। কিন্তু বাঙালি নিয়মের বাইরে গিয়ে এই সিঁদুর খেলাকেই নিজের করে নিয়েছে।উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীনের সিঁদুর খেলা অন্যতম সেরা। শুধু স্থানীয় এলাকাই নয়, বহু দূর থেকেই অনেকেই আসেন এখানে সিঁদুর খেলতে। ধর্ম-বর্ণ-জাতির ভেদাভেদ ভুলে এখানে সিঁদুর খেলায় মেতে ওঠেন এঁয়োরা। এবার বাগবাজার থেকেই সেই সিঁদুর খেলার বিভিন্ন মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করেছে টিম ‘এই মুহূর্তে’। একনজরে এখানেই দেখে নিন সেইসব অসাধারণ কিছু মুহূর্ত।