ক্রাইম

 দিল্লি-কাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে! ফ্রিজ থেকে উদ্ধার তরুণীর ৩০ টুকরো দেহাংশ

দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া এ বার বেঙ্গালুরুতে। ফ্রিজ থেকে উদ্ধার ২৬ বছরের যুবতীর দেহের ৩০ টুকরো। ভ্যালিকাভাল থানার ভিরান্না ভাবনা এলাকার যে ঘরে তিনি ভাড়া থাকতেন, সেখানেই থাকা ১৬৫ লিটার ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে দেহাংশ। শনিবার এই ঘটনার কথা জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। মৃত যুবতীর নাম মহালক্ষ্মী। তিনি বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করতেন। ওই ঘরে একাই থাকতেন। মহালক্ষ্মীর ঘর থেকে গত কয়েক দিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। তখন তাঁর আত্মীয়দের ফোন করা হয়। তাঁরা এসেই দেখেন মর্মান্তিক পরিস্থিতি। এর পর পুলিশ আসতে বোঝা যায় ঘটনার নৃশংসতা। পুলিশ জানিয়েছে, একা থাকা ওই মহিলাকে মেরে তাঁর দেহ ধারালো অস্ত্র দিয়ে টুকরো করা হয়েছে। সেই টুকরো ভরা ছিল ফ্রিজে। ফ্রিজ চললেও, টুকরো করা দেহাংশে পোকাধরা পচন শুরু হয়ে গিয়েছিল। এ মাসের শুরুর দিকে ওই যুবতীকে খুন করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। ফ্রিজ থেকে মহালক্ষ্মীর দেহের টুকরো বাক্সে ভরে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনা নিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার এন সতীশ কুমার বলেছেন, ‘দেখে মনে হয়েছে একজনই খুনের ঘটনা ঘটিয়েছে। দেহ ৩০ টুকরো করে কেটে ঘরের সিঙ্গল ডোর ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল।’ খুনের রহস্য উন্মোচনের জন্য বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন ওই অফিসার। বেঙ্গালুরুর ওই ঘরে গত ৫-৬ মাস ধরে থাকছিলেন মহালক্ষী। প্রতিবেশীদের সঙ্গে তিনি খুব বেশি মিশতেন না বলেও জানা গিয়েছে। তিনি সকালে বাড়ি থেকে বেরোতেন, রাতে ফিরতেন। তিনি বিবাহিত। কিন্তু স্বামীর সঙ্গে থাকতেন না। একাই থাকতেন বেঙ্গালুরুতে। এই ঘটনার পর তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। কে বা কারা, কেন খুন করলেন ওই যুবতীকে তা জানার চেষ্টা চলছে। এ রকমই হাড় হিম করা খুনের ঘটনা নয়াদিল্লির ছাত্তারপুরে ঘটেছিল ২০২২ সালে। লিভ ইন সম্পর্কে থাকা প্রেমিকের হাতে ৩৫ টুকরো হয়েছিল প্রেমিকার দেহ।