কলকাতা

দেশের সেরাদের মধ্যে ২৭ ও ৬৮ নম্বরে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়

কলকাতা: দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থান পেল রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়। প্রথম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় স্থানে যাদবপুর। রাজ্য বিশ্ববিদ্যালয় হিসাবে দেশের সেরাদের মধ্যে এই দুটি অন্যতম।২০২০ তে কিউএস ইন্ডিয়া র‍্যাঙ্কিং-এ দেশের সেরা হল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়। যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্ক দেশের মধ্যে ২৭ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্ক দেশের মধ্যে ৬৮।একদিক থেকে বলতে গেলে খারাপ অবস্থা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির। এর আগে প্রকাশিত তালিকা অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান ছিল ১১ নম্বরে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল ১২ নম্বরে। এদিন এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।মঙ্গলবার রাজ্যের সাফল্যে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, কিউএস ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২০-তে সরকারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের সরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে  যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকার করেছে। আমি এই খবর ভাগ করে নিতে পেরে খুবই খুশি। সকলকে আমার আমার আন্তরিক অভিনন্দন এবং শুভ কামনা।