দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়াল। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২৬৩ জন। এর মধ্যে ১০ হাজার ৮৮৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে ১৩০৬ জন রোগীর। আজ স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪৮৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের জীবাণু। এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৩ জনের।