দেশ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৮৩৫, মৃত ৪৫২, সুস্থ ১৭৬৭

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩ হাজার ৮৩৫। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১১ হাজার ৬১৬ জনের বর্তমানে চিকিত্‍সা চলছে। দেশে সুস্থ হয়েছেন ১৭৬৭ জন। মৃতের সংখ্যা ৪৫২। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৫২ জন রোগী সুস্থ হয়েছেন। আজ স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লব আগরওয়াল বলেন, ৩ মে পর্যন্ত লকডাউন বেড়ে যাওয়ার কারণে দেশে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। নাহলে এখন যা আক্রান্ত তার দ্বিগুণ হয়ে যেত। লব আগরওয়াল বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতর যে শতকরা হিসেব ভারতে রয়েছে, তা অন্যান্য করোনা বিধ্বস্ত দেশগুলির তুলনায় অনেকটাই কম। লকডাউনের আগে তিনদিনেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছিল। তবে লকডাউনে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হতে ৬ দিনেরও বেশি সময় লাগছে। জাতীয় স্তরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণের তুলনায় কম রয়েছে ১৯ রাজ্য ও কেন্দ্রশসিত অঞ্চলে।