দিনে দিনে আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৮৩। আক্রান্ত বেড়ে ৩৫৭৭। ইতিমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ২৬৭ জন। দেশবাসীর প্রতি মন্ত্রকের পরামর্শ, বাইরে বেরলেই মাস্ক ব্যবহার করুন। অথচ এরই মধ্যে আজ রাত ৯ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে মোম, প্রদীপ জ্বালিয়ে করোনা মোকাবিলায় ভারতবাসী। মহারাষ্ট্রে রবিবার রাত পর্যন্ত ১১৩ জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৪৮। জানিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্যদপ্তর।