দেশ

নতুন করে লেখা হবে কাশ্মীরের ইতিহাস, অমিত শাহ

নয়াদিল্লি: দেশবাসীকে নতুন করে কাশ্মীরের ইতিহাস পড়াবে মোদী সরকার৷জম্মু ও কাশ্মীর ইস্যুতে কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে এমনই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শুধু তাই নয়, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দিকে আঙুল তুলে ফের তাঁকে কাশ্মীর সমস্যার জন্য দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ জানান, কাশ্মীরকে রাষ্ট্রসংঘে টেনে নিয়ে গিয়ে ‘হিমালয়ের পর্বত সমান’ ভুল করেছিলেন নেহরু৷ সেই ভুলের খেসারত এতদিন বয়ে যেতে হয়েছে ভারতকে৷ একইসঙ্গে দেশবাসীকে কাশ্মীরের যে ইতিহাস পড়ানো হয় তা বিকৃত বলে দাবি করেন অমিত শাহ৷ তাঁর সংযোজন, এবার কাশ্মীর নিয়ে সঠিক ইতিহাস পড়ানো হবে৷৫ অগস্টের পর থেকেই খবরের শিরোনামে শুধুই জম্মু এবং কাশ্মীর৷ ওই দিন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় মোদী সরকার৷ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়৷ তারপর থেকে সব জায়গায় বিজেপি নেতাদের আলোচনার একটা বড় অংশ জুড়ে বিচরণ করে কাশ্মীর৷ এদিন অমিত শাহও সুযোগ বুঝে টেনে আনেন কাশ্মীর ইস্যু৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আজকের দিনেও সংবিধানের ৩৭০ ধারা নিয়ে অনেক গুজব ছড়িয়ে রয়েছে৷ তাই সবার ৩৭০ ধারা নিয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার৷ সেই ১৯৪৭ সাল থেকে কাশ্মীর নিয়ে চলছে বিবাদ এবং বিতর্ক৷ কিন্তু মানুষের সামনে ইতিহাস বিকৃত করে তুলে ধরা হয়েছে৷ যাঁরা কাশ্মীর নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁরাই তো সেই ইতিহাস লিখেছিলেন৷ তাই সত্যিটা কখনও লেখা হয়নি৷ সেটি লুকিয়ে রাখা হয়েছে এতদিন৷ তাই সময় এসেছে সঠিক ইতিহাস সবার জানার৷ সেই ইতিহাস এবার মানুষের সামনে তুলে ধরা হবে৷’’ কাশ্মীর নিয়ে কথা হচ্ছে অথচ জওহরলাল নেহরুকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেনে আনবেন না তা হয়নি কখনও৷ এদিনও তার অন্যথা হল না৷ কেন্দ্রীয়মন্ত্রী বলেন, ‘‘জওহরলাল নেহরুই সংঘর্ষবিরতির ঘোষণা করেছিলেন৷ সেখান থেকে জন্ম নিল পাক-অধিকৃত কাশ্মীর৷ তারপর ১৯৪৮ সালে কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রসংঘে টেনে নিয়ে গিয়ে হিমালয়ের পর্বত-সমান ভুল করেছিলেন৷ সেই ভুলের উচ্চতা হিমালয়ের পর্বতকেও ছাপিয়ে গিয়েছে৷’’