দেশ

নতুন বায়ুসেনা প্রধানের নাম ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রক, রাফাল-চুক্তির অন্যতম মুখ তিনি

নয়াদিল্লিঃ এয়ার মার্শাল আরকেএস ভাদুরিয়াকে বায়ুসেনা প্রধান করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী অক্টোবর মাসেই দায়িত্ব তুলে দেওয়া হবে তাঁর হাতে। দেশের বর্তমান বায়ুসেনা প্রধান বিএস ধানোয়ার ৩০ সেপ্টেম্বর অবসর নেওয়ার কথা। তার পরেই তাঁর জায়গায় দায়িত্বভার গ্রহণ করবেন এয়ার মার্শাল আরকেএস ভাদুরিয়া। বৃহস্পতিবার এই কথা জানানো হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।এত দিন বায়ুসেনার সহকারী প্রধানের দায়িত্ব সামলেছেন ভাদুরিয়া। শুধু তা-ই নয়, আরকেএস ভাদুরিয়া হলেন প্রথম ভারতীয় বায়ুসেনা আধিকারিক, যিনি রাফাল বিমান চালিয়েছেন। ফ্রান্সের থেকে এই বিমানগুলি কেনার চুক্তি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই আধিকারিক। ফলে তাঁর বায়ুসেনা প্রধান হওয়াটা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।বৃহস্পতিবার ঘোষণার পরে, ভাদুরিয়ার দায়িত্ব পাওয়ার বিষয়ে টুইট করেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান মুখপাত্র। তাতে জানানো হয়েছে, ৩৬ বছর ধরে কাজ করেছেন ভাদুরিয়া। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এই প্রাক্তনী এত দিন অনেক রকমের দায়িত্ব সামলেছেন। ২৬টি ভিন্ন ধরনের যুদ্ধবিমান চালানোর পাশাপাশি ৪২৫০ ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তিন দশক ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি একাধিক পুরস্কারও পেয়েছেন ভাদুরিয়া। তার মধ্যে সোর্ড অব অনার-সহ অতি বিশ্বস্ত সেবা মেডেল, বায়ু সেনা মেডেল ও পরম বিশ্বস্ত সেবা মেডেলের মতো পুরস্কার রয়েছে।১৯৮০ সালে বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগ দেওয়ার পর থেকে পিভিএসএম, এভিএসএম, ভিএম ও এডিসি-র দায়িত্ব সামলেছেন। গত মে মাসেই তাঁকে বায়ুসেনার সহকারী প্রধান নিযুক্ত করা হয়। এবার পেলেন প্রধানের দায়িত্ব।