দেশ বিনোদন

‌নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে টুইট, কেন্দ্রের বেটি বাঁচাও প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে ‘‌বাদ’‌‌ পরিনীতি

প্রতিবাদের মাসুল, ‘বেটি বাঁচাও’-প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরানো হল পরিণীতিকে

সুশান্ত সিংয়ের পর এবার পরিনীতি চোপড়া। মোদি সরকারের বিরুদ্ধে মুখ খোলার খেসারত দিতে হল তাঁকেও!‌ সম্প্রতি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মুখ খুলে টুইটে সোচ্চার হয়েছিলেন পরিনীতি। আর তারপরই হরিয়ানা সরকারের ‘‌বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে বাদ পড়লেন পরিনীতি। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে মুখ খুলেছেন বলিউডের একাংশ। তাঁদের মধ্যেই একজন পরিনীতি। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কোনও কিছু নিয়ে মুখ খুললে বারবার দেশের নাগরিকদের যদি এরকম ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে ক্যাব ভুলে যান। আমাদের এমন বিল আনা উচিত যেখানে আমাদের দেশকে আর গণতান্ত্রিক বলা উচিত নয়। নিজেদের মনের কথা বললে একজন নিরীহ নাগরিকের উপর এরকম অত্যাচার, সত্যিই বর্বোরোচিত।‌’ জানা গিয়েছে, পরিনীতির এই টুইটের পরেই তাঁকে ‘‌বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে বাদ দেওয়া হয়। পরিনীতি বা হরিয়ানা সরকারের পক্ষ থেকে এই প্রসঙ্গে কোনও মন্তব্য না করা হলেও, নেটিজেনরা কিন্তু সরব। কেন্দ্রকে প্রশ্ন করলেই কি খারাপ?‌ খোয়াতে হবে কাজ?‌ উঠছে প্রশ্ন।