দেশ

‘নিশ্চিত করতে হবে, কেউ যেন ক্ষুধার্ত না থাকে’, প্রধানমন্ত্রীকে বার্তা সোনিয়া গান্ধির

নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি সোমবার চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান, যেন কাউকে ক্ষুধার্ত অবস্থায় না থাকতে হয় লকডাউনের পরিস্থিতিতে। তবে তিনি কম মূল্যে খাদ্যশস্য দেওয়ার কেন্দ্রীয় পদক্ষেপকে স্বাগত জানান তিনি। পাশাপাশি করোনা সংক্রমণের ফলে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ের কারণে এটি সেপ্টেম্বর পর্যন্ত চালিয়ে যাওয়ার আর্জি জানান তিনি।  তিনি জানিয়েছেন, ‘‘আমি আশা করি আপনি ভাল আছেন। দেশের লক্ষ লক্ষ মানুষ বিপুল খাদ্য সঙ্কটের মুখে পড়েছেন। ভারতের কাছে খাদ্যশস্য মজুত রয়েছে এই অতিমারির সময়টির মোকাবিলা করার জন‌্য। আমি আপনার বিনামূল্যে তা সরবরাহর সিদ্ধান্ত অর্থাৎ জন প্রতি ৫ কেজি খাদ্য শস্য এপ্রিল-জুনের জন্য সরবরাহের সিদ্ধান্তকে স্বাগত জানাই।” সনিয়া গান্ধি তাঁর চিঠিতে অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে দরিদ্রদের যে সমস্যায় পড়তে হচ্ছে তা নিরসন করা নিয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রীকে।