তমলুক: পুজো চলাকালীন নবমীর রাতে নিজের অফিসেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা’র। তদন্তে নেমে ঘটনার তিনদিন পর এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখ খালেক।রোজকার মতোই ওই দিনও মাইশোরা বাজারে নিজের অফিসে বসেছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শা। অফিসে তখন দলের জনা পাঁচেক কর্মীও ছিল বলে জানা যায়। নবমীর রাতে এমনিতেই রাস্তায় বাইকের আনাগোনা ছিলই।কুরবান অনুগামীরা দাবি করে পাঁচটি বাইকে সাতজন দুষ্কৃতী কুরবানের অফিসের সামনে বাইক দাঁড় করিয়ে সটান ঢুকে যায় তাঁর অফিস ঘরে। কুরবানের অনুগামীরা কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় নিজের অফিসেই লুটিয়ে পড়েন কুরবান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ। পরদিন ময়না তদন্তের পর শেষকৃত্তের আগে ওই তৃণমূল নেতার মরদেহ নিয়ে এলাকায় মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকেরা। দলীয় নেতার খুনের ঘটনায় এলাকায় যান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।ওই ঘটনায় পরোক্ষে বিজেপির দিকেই অভিযোগের তির ছুড়ে দেন পরিবহন মন্ত্রী। সেই মতো ওই ঘটনায় স্থানীয় বিজেপি সমর্থক আনিসুর রহমানকে টার্গেট করে তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যায় পুলিশ।ঘটনার পরই এলাকা ছেড়ে বেপাত্তা হয় অভিযুক্ত আনিসুর। ফোনের টাওয়ার লোকেট করে আনিসুরের খোঁজ পেতে চাইছে পুলিশ। পাশাপাশি ধৃতকে জেরা করে এই খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন হবে বলে অনুমান পুলিশের।