মালদা

পিস একাডেমি উদ্যোগে দাওয়াতে ইফতার ও আলোচনা চক্র

হক জাফর ইমাম, মালদাঃ পিস একাডেমি ও রহমান ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে দাওয়াতে ইফতার ও আলোচনা চক্রের আয়োজন করা হয়।১৫ রমজান উপলক্ষে দাওয়াতে ইফতার পার্টি ও আলোচনা চক্রের আয়োজন করা হয় মালদা গাজল হানার ঢাকনা পাড়া এলাকায় অবস্থিত পিস একাডেমি প্রাঙ্গণে। প্রসঙ্গত, গত তিন বছর ধরে রমজান মাসে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে পিস একাডেমি ও রহমান ফাউন্ডেশন ট্রাস্ট। এবারও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য অনেকের উপস্থিতিতে সুন্দরভাবে এক ইফতার কর্মসূচি ও আলোচনা সভা সমপন্ন হয়েছে । এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেনমিশন শিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃত আল আমিন মিশন বেলপুকুর শাখার সুপারেন্টেন জানব মঈনুউদ্দিন আহমেদ, পিস একাডেমির প্রতিষ্ঠাতা ও রহমান ফাউন্ডেশন ট্রাস্টের সম্পাদক ব্যথার চিকিৎসক ডাক্তার এম রহমান, উত্তর পূর্ব ভারত হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডাইরেক্টর আবদুল ওদুদ, মালদা গাজোল

জামে মসজিদের ইমাম আবু হায়াত, এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল ওহাব, সাইফুদ্দিন, আবুবক্কার সিদ্দিক, মহসিন আলী, পিস একাডেমীর টি আই সি ও শিক্ষক ও শিক্ষা কর্মী এবং ছাত্র গান, সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিরোজ করিম চৌধুরী( টুনু) ও মাইফাজলুর রহমান। এদিন মুসলিম সম্প্রদায়ের ভূমিকা শীর্ষক এক আলোচনা চক্রে সমাজকে বিভিন্ন গঠনমূলক কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন ও যাকাত সম্বন্ধে আলোচনা করা হয়।আল আমিন মিশন বেলপুকুর শাখার সুপারেন্টেন জানব মঈনুউদ্দিন আহমেদ বলেন,ইসলামের প্রকৃত আদর্শ মেনে চললে সমাজ থেকে অন্যায় ও খারাপ কাজ দূরীভূত হবে । রোজা গুরুত্বপূর্ণ মাস । রোজার মাসে নিজেকে পরিপূর্ণভাবে সংশোধন করতে পারলে এই শক্তি দিয়ে আগামী সারাবছর ভালো শক্তি অর্জিত হবে । শান্তির পথ প্রশস্ত হবে ।এ দিনের আলোচনা চক্রে অংশগ্রহণ করেন ও দোয়া পাঠ করে সকলের মঙ্গল কামনা করা হয় ।