হক জাফর ইমাম, মালদা: মালদা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের এনআরসি সিদ্ধান্তের বিরোধিতা করে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়,পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ১৪ নম্বর ১৫ নম্বর এবং ১৬ নম্বর ওয়ার্ডের মধ্যস্থল চৈতন্য মোড় এলাকায়।এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ ,১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীবাংকর ভট্টাচার্য্য , ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিতোষ ঘোষ এবং ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ সাহা ছাড়া তৃণমূলের অন্যান্য নেতৃত্ব-এবং কর্মীবৃন্দ। এই দিনের সভায় পৌরপ্রধান কার্তিক ঘোষ এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন যে বর্তমান মোদি সরকার যে এন আর সির সিদ্ধান্ত নিয়েছে বা লাগু করতে চলেছে তারা এই সিদ্ধান্তকে মানবেন না এবং বিরোধিতা করবে কারণ এই বাংলায় দীর্ঘদিন ধরে সবাই একসাথে মিলেমিশে বসবাস করছে কিন্তু এই এনআরসি চালু হলে অনেকেই নাগরিকত্ব হারাবে এবং দেশছাড়া হবে তাই যাতে করে এনআরসি চালু না হয় তার জন্যতার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একমাত্র এর প্রতিবাদ করেছেন এবং এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন তাই এই আন্দোলনে শামিল হওয়ার জন্য এলাকার সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।