জেলা

​পুলিশের মারে মিল্কি ফাঁড়ির লকআপে মৃত ১

মালদাঃ আইনুল খান (৫০) নামে এক ব্যক্তিকে অকারণে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। শুধু মারধর নয়, পুলিশের মারের ফলেই আইনুলের মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। রবিবার রাতে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার মিল্কিতে।আইনুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় জনসাধারণ ও মৃতের আত্মীয়রা মিল্কি ফাঁড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। শুধু তাই নয় ফাঁড়িতে আগুনও ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতার আক্রোশ থেকে প্রাণ বাঁচাতে মিল্কি ফাঁড়ির পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার ফাঁড়ি ছেড়ে পালিয়েছে বলে সূত্রের খবর। ইংরেজবাজার থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল  দেয় বলে খবর।রবিবার রাতে ইংরেজবাজার থানার মিল্কিতে একটি জুয়ার আসর বসার খবর পায় মিল্কি ফাঁড়ির পুলিশ। স্থানীয় মানুষের অভিযোগ, সেই সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন আইনুল খান (৫০) নামে এক ব্যক্তি। সেই সময় তাকে আটকে করে এক সিভিক ভলান্টিয়ার। আইনুল প্রতিবাদ করে। সেই সময়েই তাকে লাঠি দিয়ে ওই সিভিক ভলেন্টিয়ার মারতে থাকে। এর পর তাকে ফাঁড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এর ফলেই আইনুলের মৃত্যু হয়। উত্তেজিত জনতার মারধরে মাথা ফেটেছে মিল্কি ফাঁড়ির মেজোবাবু সোমনাথ অধিকারীর। চিকিৎসার জন্য তাঁকে মালদা মেডিক্যাল কলেজে আনা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।