কলকাতা

পুলিশে চাকরি দেওয়ার টোপ, ৩ লক্ষ টাকা নিয়ে হাতেনাতে ধৃত ব্যক্তি

কলকাতা: পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক। রবিবার সন্ধেবেলা যাদবপুর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ সাউথ সিটি মলের কাছ থেকে জয়ন্ত দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, জয়ন্তর বয়স বিয়াল্লিশ বছর। এর আগে ১৭ তারিখ একই অভিযোগে উৎপল রায় নামে এক ব্যক্তি ধরা পড়েছিল পুলিশের হাতে। তারই সূত্র ধরে জয়ন্তর খোঁজ পাওয়া গিয়েছে কি না, তা এখনও অজানা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর বিয়াল্লিশের জয়ন্ত দত্ত কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ৩ লক্ষ টাকা আদায় করেন। পরে প্রতিশ্রুতিমতো চাকরি না হওয়ায়, তিনি যাদবপুর থানায় জয়ন্তর নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সূত্রের খবর, এই জয়ন্ত দত্ত নিজে একজন পুলিশ কনস্টেবল ছিলেন। তবে ২০০৬ সালের অক্টোবর মাসে চাকরি থেকে বরখাস্ত হন। পুলিশে চাকরি করার সূত্রে নিজের পরিচিতিকে সামনে এনে তিনি কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার মতো আশ্বাস দিয়ে বেকার যুবকদের বিশ্বাস অর্জন করত সে। তাতেই ৩ লক্ষ টাকা কিন্তু পর তাকে দিয়ে দেন। কিন্তু কয়েকদিন পরই ভুল ভাঙে। বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। তারপরই ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। মুচিপাড়া থানা এবং যাদবপুর থানা যৌথভাবে তল্লাশি চালিয়ে জয়ন্ত দত্তকে নাগালে পায়।অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ নং ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।