নয়াদিল্লি: প্রতারণার নতুন ছক। ভারতীয় প্রতিরক্ষা দফতরের বিজ্ঞানী সেজে প্রতারণা। কিন্তু শেষ রক্ষা হল না। প্রতারণার শিকার স্ত্রীই পুলিশে অভিযোগ জানাল স্বামীর বিরুদ্ধে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জিতেন্দ্র সিংকে গ্রেফতার করে পুলিশ।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খোদ দেশের রাজধানীতে। উত্তর দিল্লির দ্বারকা এলাকার ঘটনা। প্রতারিত তরুণীর অভিযোগ, নিজেকে ডক্টরেট ডিগ্রিধারী ও ভারতীয় প্রতিরক্ষা দফতরের অধীন (ডিআরডিও) ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বিজ্ঞানী বলে পরিচয় দেয় অভিযুক্ত৷ সেই পরিচয় দিয়ে ওই তরুণীকে বিয়ে করে জিতেন্দ্র।এরপরেই কারণে-অকারণে ওই তরুণীর সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে সে। এমনকি স্ত্রীর বিশ্বাস অর্জনে ওই যুবক তরুণীকে ডিআরডিওর ভুয়ো পরিচয় পত্রও দেখায়। কিন্তু পরিচয়পত্র দেখে সন্দেহ হয় স্ত্রীর৷ খোঁজ নিয়ে তিনি জানতে পারেন আদতে ওই যুবক কর্মহীন। এমনকী প্রতিরক্ষা দফতরের সঙ্গে কোনও যোগাযোগ নেই তার। এরপরেই স্বামী জিতেন্দ্রর বিরুদ্ধে উত্তর দ্বারকা থানায় প্রতারণার অভিযোগ জানান ওই তরুণী। খোঁজ নিয়ে প্রতারিত ওই তরুণী আরও জানতে পারে ওই যুবক আগে থেকেই বিবাহিত ছিল। পূর্বের বিবাহের কথা গোপন করে ওই তরুণীকে ফের বিয়ে করে ওই যুবক। ভারতীয় সংবিধানের ৪১৯, ৪২০ ও ৪৯৪ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।