দেশ

প্রধানমন্ত্রীর প্রদীপ-মোমবাতি-টর্চ-মোবাইলের আলো নিদানে লাভ হল না, একরাতে ৮৩ জনের শরীরে মিলল করোনার সংক্রমণ

দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী আবেদন করেছিলেন বাড়ির আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি অথবা মোবাইলের আলো জ্বালাতে। কারণ তাতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জয় আসবে। বিরোধীরা এই প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রদীপ জ্বালিয়ে করোনা কীভাবে তাড়ানো সম্ভব?‌ তবে দেখা গেল, কোথাও দেদার বাজি ফাটল, আবার কোথাও কোথাও প্রদীপ–মোমবাতি জ্বালানো হয়েছিল। কিন্তু কী দেখা গেল রবিবার রাতেই ৮৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। আর গত ২৪ ঘন্টায় নতুন করে মোট ৫০৫ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। রাতারাতি দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০৬৭। মারা গেছেন ১০৯। এই তথ্য দিয়েছে স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাহলে গোটা দেশের মানুষকে হঠাৎ প্রদীপ জ্বালাতে বলে লাভা কী হল?‌ এই প্রশ্নও উঠতে শুরু করেছে।