দেশ

প্রাক্তন কংগ্রেস মন্ত্রীর হামলা, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেস উত্তেজনা

সকাল থেকেই ঝাড়খণ্ড নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব নির্বিঘ্নে শুরু হলেও তা পরবর্তী কালে হিংসার রূপ নিতে শুরু করে। প্রথম পর্যায়ের নির্বাচন হচ্ছে নকশাল অধ্যুষিত এলাকাতেও। এছাড়া, ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী কে এন ত্রিপাঠির উপর হামলা করতে এসেছিল কয়েকজন। ঘটনাস্থল কোশিয়ারা বুথ। কংগ্রেসের অভিযোগ, হামলাকারীরা বিজেপি কর্মী সমর্থক। বুথের সামনেই আক্রান্ত প্রাক্তন মন্ত্রীর রক্ষীরা বন্দুক উঁচিয়ে ধরেন ভিড়ের দিকে। তাঁর দাবি, হামলায় নিজের রক্ষা করেছি। সেই দেখে ছত্রভঙ্গ হয় হামলাকারীরা। কোনওরকমে প্রাক্তন মন্ত্রী ত্রিপাঠি-কে বুথ থেকে সরান রক্ষীরা। নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মহাজোট করেছে জেএমএম-কংগ্রেস-আরজেডি। জোটের প্রার্থী হয়েছেন ত্রিপাঠি। তাঁর উপর হামলার আশঙ্কা আগেই করেছিল বিভিন্ন মহল।