দেশ

ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই

ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই। এই নিয়ে লাগাতার তিন মাস ফিক্সড ডিপোজিটে সুদ কমল। নতুন সুদ কাঠামো গত ১০ মার্চ থেকেই কার্যকর হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে এসবিআইয়ের পক্ষ থেকে। ঠিক গত মাসের ১০ তারিখেই সুদের হার কমিয়েছিল এসবিআই। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার কমল। সর্বনিম্ন সুদের হার ৪ শতাংশ। ৭ থেকে ৪৫ দিনের স্থায়ী আমানতে সুদের হার থাকছে ৪ শতাংশ যা আগে ৪.‌৫ শতাংশ ছিল। এক থেকে পাঁচ বছরের কম সময়ে স্থায়ী আমানতে সুদের হার থাকছে ৫.‌৯ শতাংশ যা আগে ছিল ৬ শতাংশ। সাধারণ মানুষের জন্য যে হার কার্যকর করা আছে, তার চেয়ে ৫০ বেসিস পয়েন্ট বেশি হারে সুদ পাবেন প্রবীণ নাগরিকরা, জানানো হয়েছে এসবিআইয়ের পক্ষ থেকে।