কলকাতা জেলা

বাংলা জুড়ে বিভিন্ন জেলায় ক্রমাগত নামছে তাপমাত্রার পারদ, বইছে উত্তুরে হাওয়া

বাংলা জুড়ে বিভিন্ন জেলায় ক্রমাগত নামছে তাপমাত্রার পারদ। হঠাত্‍ করে ৩ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। আর তার ফলে বুধবার কলকাতার তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে ১৫. ৬ ডিগ্রিতে। মনে করা হচ্ছে সপ্তাহের শেষে এই তাপমাত্রা গিয়ে দাঁড়াবে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রার পারদ আজ নামার পাশাপাশি রাজ্যে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। আবহাওয়া দফতর সূত্রের দাবি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা কমতে শুরু করেছে রাজ্যে। তারফলে অবাধে রাজ্যে বইছে উত্তুরে হাওয়া। আর তার জেরেই বাড়ছে ঠান্ডা। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলাগুলিতে সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির কিছু অংশে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

একনজরে দেখে নেওয়া যাক জেলার সর্বনিম্ন তাপমাত্রা –

  • দার্জিলিং- ৪ ডিগ্রি সেলসিয়াস
  • কালিম্পং- ৬ ডিগ্রি সেলসিয়াস
  • জলপাইগুড়ি – ১৩.১ ডিগ্রি সেলসিয়াস
  • কোচবিহার – ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
  • মালদা – ১২.৯ ডিগ্রি সেলসিয়াস
  • আসানসোল – ১২.৩ ডিগ্রি সেলসিয়াস
  • বাঁকুড়া – ১২.৬ ডিগ্রি সেলসিয়াস
  • বর্ধমান – ১৩.২ ডিগ্রি সেলসিয়াস
  • ক্যানিং – ১৬ ডিগ্রি সেলসিয়াস
  • ডায়মন্ড হারবার – ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস
  • দীঘা – ১৬ ডিগ্রি সেলসিয়াস
  • দমদম – ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস
  • হলদিয়া – ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস
  • কলাইকুন্ডা – ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস
  • কলকাতা – ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস
  • মেদিনীপুর – ১৬ ডিগ্রি সেলসিয়াস
  • সল্টলেক – ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস
  • শ্রীনিকেতন – ৯.৯ ডিগ্রি সেলসিয়াস