দেশ

বিজেপি সঙ্গে হাত মেলানোয় ক্ষোভে দল ছাড়লেন বহিষ্কৃত বিএসএফ জওয়ান তেজবাহাদুর

হরিয়ানায় ভোটের ফলাফল বেরোতেই বদলে গেল সস্পূর্ণ রাজনীতির সমীকরণ। নির্বাচনের প্রতিশ্রুতিতে বিজেপির সঙ্গে হাত না মেলানোর কথা বললেও ফলাফলের পরেই জোটে রাজি হয়ে গিয়েছে জেজেপি প্রধান দুষ্মন্ত চৌটালা। আর এটাই মেনে নিতে পারছেন দলের একাংশ। আর এজন্য ইতিমধ্যেই দল ছেড়েছেন জননায়ক জনতা পার্টির নেতা তথা বহিষ্কৃত বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব। তাঁর কথায়, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মানুষকে ধোঁকা দিয়েছেন দুষ্মন্ত চৌটালা। মানুষ জেজেপিকে ভোট দিয়েছিল বিজেপির বিরোধিতা করে। কিন্তু, জেজেপি এখন বিজেপির ‘‌বি’‌ টিম হিসেবে কাজ করছে। হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টি ছেড়ে জেজেপিতে যোগ দেন বহিষ্কৃত বিএসএফ জওয়ান। খোদ মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের বিরুদ্ধে প্রার্থী হন। শেষ পর্যন্ত অবশ্য হেরে যান তেজবাহাদুর। কিন্তু তাঁর দাবি, জেজেপিকে মানুষ ভোট দিয়েছিল বিজেপির বিরোধিতা করার জন্য। বিজেপি সরকারকে উত্‍খাত করার জন্য।