কলকাতা: আজ মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হল সপ্তমীর উপাচার। সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে দেখা গেল কলাবউ স্নানের বিভিন্ন মুহূর্ত। শঙ্খ, কাঁসর ঘন্টায় সাত সকালে কলাবউ স্নানের মাধমে শুরু হয় বাঙালির প্রাণের উত্সবের নিয়ম পর্ব।এই কলাবউ অর্থাৎ নবপত্রিকাকে অনেকে গণেশের স্ত্রী হিসেবে মনে করে থাকেন, যা আদপে একটি ভ্রান্ত ধারণা মাত্র। নবপত্রিকা অর্থে শক্তির রূপ বর্ণনায় নয়টি গাছ। হলুদ, জয়ন্তী, বেল, দাড়িম, কলা, কচু, অশোক, মান ও ধান। এদিন কলাগাছের সঙ্গে অন্য আটটি সপত্র উদ্ভিদ সাদা অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি পরানো হয়। কলাগাছের মঙ্গল স্নান দিয়েই শুরু হয় সপ্তমীর পুজোর আচার-অনুষ্ঠান।অন্যদিকে, এদিন সকাল থেকে আকাশ পরিস্কার থাকলেও বেলায় আকাশের মুখ ভার হয়ে আসে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। সপ্তমীর দিন সকালে বৃষ্টিতে ভেজে তিলোত্তমাও। বৃষ্টি মাথায় করেই ঠাকুর দেখতে বেরোন প্রচুর মানুষ। ছাতা নিয়ে নতুন জামাকাপড় পরে চলে প্যান্ডেল হপিং।