অন্য রাজ্যে কাজে যাওয়ার বাংলার পরিযায়ী শ্রমিকদের সরকার আর্থিক সাহায্য দেবে। যার জন্য ‘স্নেহের পরশ’ নামে একটি প্রকল্প চালু হচ্ছে। ভিন রাজ্যে আটকে পড়া বাংলার প্রতিটি শ্রমিককে ১০০০ টাকা করে দেওয়া হবে। অনলাইনে টাকা পাঠানো হবে। শুক্রবার নবান্নে সভাঘরে একটি বৈঠকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা । তিনি জানান, সোমবার থেকেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। দেশের বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে লকডাউনে আটকে পড়েছেন বাংলার বহু শ্রমিক। সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য আগেও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের বিপুল জমায়েতের পর এবার আরও উদ্যোগী হন তিনি।