কলকাতা

মদের আসরে বচসা, বহুতল থেকে ধাক্কা মেরে ফেলা হল যুবককে, ধৃত অভিযুক্ত বন্ধু ও বান্ধবী

বাগুইআটির বহুতলে বসেছিল মদের আসর। আর সেখানেই এক যুবককে ধাক্কা মেরে বহুতল থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। আহত যুবকের নাম প্রশান্ত রায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিত্‍সাধীন। অভিযুক্ত এক যুবক ও যুবতীকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে। জানা গিয়েছে, পরশুদিন অর্থাত্‍ মঙ্গলবার বাগুইআটির অর্জুনপুর এলাকার একটি বহুতলে তিন বন্ধুর মদের আসর বসে। প্রশান্ত রায়, দেবাশিষ রায় ও তানিয়া মণ্ডল নামে তিন বন্ধু উপস্থিত ছিল সেই আসরে। অভিযোগ, সেই মদের আসরেই তিন বন্ধুর মধ্যে ঝামেলা বাধে। বচসা চলাকালীনই দেবাশিস রায় ধাক্কা মারে প্রশান্ত রায়কে। ধাক্কার চোটে ছাদ থেকে নীচে পড়ে যান প্রশান্ত। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রশান্তের স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে অভিযুক্ত দেবাশিস রায় ও তানিয়া মণ্ডলকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিস। পুলিসের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তানিয়ার সঙ্গে ত্রিকোণ সম্পর্কে জড়িয়ে পড়েছিল প্রশান্ত রায় ও দেবাশিষ রায়। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ তানিয়া-ই অর্জুনপুরের একটি নির্মীয়মাণ বাড়িতে প্রশান্ত রায় ও দেবাশিস রায়কে ডাকে। সেখানে প্রশান্তকে আকণ্ঠ মদ্যপান করানো হয়। এরপর ওই মদের আসরেই ত্রিকোণ প্রেমকে ঘিরে বচসা বাধে তিনজনের মধ্যে। বচসা চলাকালীনই ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় মত্ত প্রশান্তকে। ছবি- সংগৃহীত ।