বিদেশ

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন ৩ নভশ্চর

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন তিন নভশ্চর। শুক্রবার এই তিন নভেশ্চর কাজাখস্তানে স্থানীয় সময় বেলা ১১:১৫ মিনিটে অবতরণ করেন। তাঁদের মধ্যে দু’জন আমেরিকার ও একজন রাশিয়ার বাসিন্দা। তিনজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এবং রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রস কসমস।