দেশ

মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচিত কংগ্রেসের নানা পাতোলে

শনিবার নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন বিজেপির প্রার্থী কিষাণ কাথোরে। এর ফলে শিবসেনা-এনসিপি-কংগ্রেস প্রার্থী নানা পাতোলে স্পিকার নির্বাচিত হন। অর্থাত্‍ বিনা লড়াইয়েই মহারাষ্ট্র বিধানসভায় স্পিকার নির্বাচিত হলেন পাতোলে। রবিবার সকালে সর্বদল বৈঠকে সর্বসম্মতভাবে স্পিকার নির্বাচন হন পাতোলে। এর আগে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেয় বিজেপি। যদিও নির্বাচন হলেও তাদের তরফে প্রার্থী কিষাণ কাথোরে জয় পাওয়া কঠিন ছিল। কারণ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। স্পিকার নির্বাচন থেকে সরে আসার পর তাদের দাবি, মহারাষ্ট্র বিধানসভার এতদিনের রীতি ধরে রাখতেই প্রার্থী প্রত্যাহার করা হল। কী সেই রীতি? বরাবর বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই স্পিকার নির্বাচন হয়ে আসছে মহারাষ্ট্র বিধানসভায়। বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল এনিয়ে বলেন, বিধানসভার মর্যাদা অক্ষুন্ন রাখতে আমাদের প্রার্থী কিষাণ কাথোরের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এনসিপি নেতা ছগল ভুজবাল বলেন, “বিরোধীরাও বিধানসভা স্পিকার পদের জন্য আবেদন করে। তবে অন্যান্য বিধায়কদের অনুরোধ এবং বিধানসভার গরিমা অক্ষুন্ন রাখার জন্য তারা নাম ফিরিয়ে নিয়েছে। এখন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচন হয়েছে।”