উন্নাওয়ের নির্যাতিতার বাবা দাবি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে গ্রামে তাঁদের বাড়িতে এসে কথা বলতে হবে।তবেই দেহ সমাধিস্থ করা হবে। বাড়িতেই ধর্ষিতার দেহ রেখে প্রতিবাদ শুরু করেছেন পরিবারের লোকেরা। শনিবার রাত ৯টা নাগাদ উন্নাওয়ের বাড়িতে নির্যাতিতার দেহ পৌঁছয়। ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় শনিবার রাতেই মারা যান তিনি। পরিবারের লোকেরা জানিয়েছেন দেহ সমাধিস্থ করা হবে দাহ করা হবে না।এর আগে অবশ্য উত্তর প্রদেশের দুই মন্ত্রী উন্নাওয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁদের। বিজেপি সাংসদ সাক্ষী মহারাজও উন্নাওয়ের নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু পরিবারের লোকেরা দাবি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তাঁদের বাড়িতে আসতে হবে।উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার দ্রুত নিষ্পত্তির কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু কিছুতেই যেন ক্ষোভ কমছে না নির্যাতিতার পরিবারের।