দেশ

মোদির ডাকে সাড়া দিয়ে করোনা মোকাবিলায় জ্বলে উঠল প্রদীপ, মোমবাতি, মোবাইল, ফাটল বাজি

দেশজুড়ে চলছে লকডাউন। এরমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জানান দেশবাসী লকডাউন মেনে করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। এবার করোনা মোকাবিলায় রবিবার ৫ এপ্রিল রাত ৯টায় সকলে ৯ মিনিটের জন্য বাড়ির সব আলো নিভিয়ে বারান্দা হোক বা ছাদে বাতি, প্রদীপ জ্বালাবেন। কেউ চাইলে মোবাইলের টর্চও জ্বালাতে পারেন। প্রধানমন্ত্রীর সেই ডাকে সাড়া দিল গোটা দেশ। ঘড়ির কাঁটা রাত ৯টা ছুঁতেই নিভল বাড়ির আলো। জ্বলে উঠল মোমবাতি, প্রদীপ, টর্চ। ফাটল বাজি। অধিকাংশ মানুষই লকডাউন অমান্য করে রাস্তায় দল বেধে বেরিয়ে বাজি পোড়ান। টানা ১৫-২০ মিনিট ধরে চলে বাজি পোড়ানো। ছিল শব্দবাজিও। এমনকি মানুষ ফানুসও উড়িয়েছেন। অনেকে রাস্তায় নেমে আবার থালা বাজাতেও শুরু করেন। কানে আসে ‘জয় শ্রী রাম’-এর স্লোগানও। এদিকে গোটা দেশে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতা, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতৃত্ব বাড়ির বাইরে মোমবাতি-প্রদীপ জ্বালান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিরোধীরা এই আহ্বানের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৫ এপ্রিল, রবিবার রাত পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫৭৭। কোভিড ১৯ সংক্রমণে এখনও পর্যন্ত ভারতে ৮৩ জনের মৃত্যু হয়েছে।