নদিয়াঃ দীর্ঘদিন নিখোঁজ থাকার পর একটি নবনির্মিত বাড়ির বালির ভিতর থেকে যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। রবিবার সকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের ভাসাইপাইকর গ্রাম পঞ্চায়েতের সাহেবনগর গ্রামে। মৃত ওই যুবতীর নাম আঞ্জুমানারা খাতুন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে।