উত্তরপূর্ব দিল্লির অধিকাংশ জায়গায় ১৪৪ ধারা, ৩৫ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকলেও হিংসা ঠেকানো গেল না। এখনও পর্যন্ত দিল্লির হিংসায় প্রাণ গেল ১১ জনের। আহত হলেন ১৫০ জনেরও বেশি। দিনভর হিংসায় তোলপাড় হল দিল্লির বিরাট অংশ। শেষপর্যন্ত উত্তরপূর্ব দিল্লির ৪টি জায়গায় জারি হল কারফিউ। দিল্লির পুলিসের স্পেশাল সিপি প্রবীর রঞ্জন সংবাদমাধ্যমে বলেন, জাফরাবাদ, মৌজপুর, চাঁদ বাগ ও করাবল নগরে কারফিউ জারি করা হয়েছে। হিংসা ছড়ানোর চেষ্টা করলেই গুলি করার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিস। এই পরিস্থিতিতে কোনও রকম গুজব না ছড়তে আবেদন করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। টুইট করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে। কোনও কিছু না দেখে বিশ্বাস করবেন না। উল্লেখ্য, আজ বেলা বাড়তেই নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে করাবল নগর, মৌজপুর, ভজনপুরা, বিজয় পার্ক, যমুনা বিহারের মতো এলাকায়। দমকলের গাড়ির ওপরেও পাথর ছোড়া হয়। কোথাও কোথাও আধাসেনার ওপরে অ্যাসিড ছোড়ার ঘটনাও ঘটেছে বলে সংবাদমাধ্যমে দাবি। মৌজপুরে একটি টোটোর যাত্রীদের নামিয়ে হামলা করা হয় মৌজপুরে। গোকুলপুরে একটি টায়ারের বাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফাইল চিত্র।