কলকাতা

রাজ্যে করোনা আক্রান্ত ৭১, ৩টি টাস্ক ফোর্স গঠন: মুখ্যমন্ত্রী

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭১। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ”রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৯, বেড়ে হয়েছে ৭১। ৬১টি কেস ১১টি পরিবার থেকে। সামাজিক দূরত্ব মানেননি বলে হয়েছে”। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ”একটা ভাল খবর রয়েছে, এনআরএসের ৩০ জন ডাক্তার, ৫ নার্স ও ৪ টেকনিশিয়ানের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে”। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে পর্যাপ্ত হাইড্রক্সিক্লোরোকুইন রয়েছে। অন্যদিকে, রাজ্যে করোনা মোকাবিলায় ৩টি টাস্ক ফোর্স গড়া হয়েছে বলে এদিন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। করোনা মোকাবিলায় রাজ্য তিনটি টাস্ক ফোর্স গঠন করছে। একটি স্বাস্থ্য সংক্রান্ত, এটি রিলাক্সসেশন ও রেসক্ট্রিশনের বিষয়টি দেখবে। দ্বিতীয়টি অর্থনৈতিক সংক্রান্ত ও আরও একটি এনফোর্সমেন্ট ফোর্স তৈরি করা হয়েছে। এটি হোম সেক্রেটারির অধীনে।” লকডাউন বাড়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “শোনা যাচ্ছে মেয়াদ বৃদ্ধি হতে পারে। সর্বদল বৈঠকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে কেন্দ্রের তরফে কোনও নির্দেশ না এলে নিশ্চিত করে কিছু বলা যাবে না।” সেই সঙ্গে নিজামউদ্দিন যোগ নিয়ে কার্যত কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, “এটি বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকের বিষয় । এই দু’টো কেন্দ্র সরকারের হাতে । প্রথম থেকে অ্যাকশান নিলে…, আমি আর রাজনৈতিক বাকবিতণ্ডা যেতে চাইছি না । কেউ কেউ এটা নিয়ে উলটো পালটা কথা বলছেন । সাম্প্রদায়িক কথা বলছে । মহামারি কোনও ধর্ম বা জাতি দেখে না । যখন হয় সবার ঘরে ঢুকে যায় । মুসলিম, হিন্দু, সাদা-কালো সবার হয়েছে । গোটা পৃথিবীতে ছড়িয়েছে ।” অন্যদিকে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ, সংগঠন, ক্লাব, সংস্থা মুখ্যমন্ত্রীর করোনা মোকাবিলার তহবিলে সাহায্য করেছেন। তাঁদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।