কলকাতা

রাজ্য জুড়ে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টের সিদ্ধান্ত

করোনা ভাইরাসের মোকাবিলায় এবার রাজ্যজুড়ে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টের সিদ্ধান্ত নিল স্বাস্থ্যদপ্তর। এই মর্মে স্বাস্থ্যভবনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি-অ্যাডভাইসরি প্রকাশ করা হয়েছে। করোনা ভাইরাসের গতিপ্রকৃতি বুঝতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কন্টেনমেন্ট জোনগুলিতে হবে এই পরীক্ষা। তার জন্য ১৪টি মেডিক্যাল কলেজ চিহ্নিত করা হয়েছে। আতঙ্ক যাতে ছড়িয়ে পড়া রুখতে যে ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে তাঁকে তখনই রিপোর্টের বিষয়ে না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।